Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ক্যান্সার আক্রান্ত বাংলাদেশের সাবেক কোচ সংকটাপন্ন

Main Image

বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দুই বছর দায়িত্বে ছিলেন হিথ স্ট্রিক।


ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক। তিনি ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ছিলেন। 

হিথ স্ট্রিকের শারীরিক অবস্থা নিয়ে এক বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, হিথ মানসিকভাবে শক্ত আছে। ক্রিকেট মাঠে প্রতিপক্ষের সঙ্গে যেভাবে লড়াই করেছে, একইভাবে এই রোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে সে।

জিম্বাবুয়ের সাবেক ক্রীড়ামন্ত্রী ডেভিড কোল্টার্ট জানিয়েছেন, আমাদের দেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন হিথ স্ট্রিক খুবই অসুস্থ। তার জন্য প্রার্থনা প্রয়োজন। আমরা হিথ ও তার পরিবারের জন্য প্রার্থনা করছি।

স্ট্রিকের বর্তমান অবস্থা নিয়ে জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক শন উইলিয়ামস ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, হিথের কোলন ও লিভারের ক্যানসার চতুর্থ স্তরে চলে গিয়েছে। আমার জানামতে হিথের পরিবার দক্ষিণ আফ্রিকায় তার কাছে যাচ্ছে।

জিম্বাবুয়ের হয়ে ৬৫ টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলেছেন হিথ স্ট্রিক। টেস্টে তিনি শিকার করছেন ২১৬টি উইকেট, ওয়ানডেতে ২৩৯টি। ব্যাট হাতেও দুই সংস্করণেই বেশ কার্যকর ছিলেন তিনি। টেস্টে তার সংগ্রহ ১ হাজার ৯৯০ রান আর ওয়ানডেতে প্রায় ৩ হাজার।

আরও পড়ুন