Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বিনামূল্যে ৩০ রকম ওষুধ দিচ্ছে সরকার

Main Image

কমিউনিটি ক্লিনিক থেকে ৩০ প্রকারের ওষুধ বিনামূল্যে দিচ্ছে সরকার।


বাংলাদেশের মতো ছোট ভূখণ্ডে বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক থেকে বিনা পয়সায় ৩০ প্রকারের ওষুধ দিচ্ছে সরকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ।

তিনি বলেন, মাতৃত্বকালীন সময় কিংবা এর পরবর্তী সময়ের জন্য আগে ভালো সুযোগ-সুবিধা ছিল না। আমরা মিডওয়াইফ ট্রেনিং, নতুন নার্স নিয়োগ, ডাক্তার নিয়োগ দিয়েছি। কমিউনিটি ক্লিনিক থেকে ৩০ প্রকারের ওষুধ বিনা পয়সায় দিচ্ছি বলেও জানান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১১ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘স্মার্ট বাংলাদেশে সার্বজনীন স্বাস্থ্যসেবা শীর্ষক’ উচ্চপর্যায়ের সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানে শুধু চিকিৎসা বা ওষুধ খাওয়ানো নয়। একই সঙ্গে খাদ্য, পুষ্টি নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং সার্বিক যে শিক্ষা দেয়া সেই ব্যবস্থা বাংলাদেশ নিয়েছে। ছোট একটা ভূখণ্ড বিশাল জনগোষ্ঠী, সামাল দেয়া কষ্ট হলেও আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা স্বাস্থ্য খাতে যথেষ্ট সাফল্য অর্জন করেছি।

আরও পড়ুন