Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


কারাগারে শূন্যপদে ১৬ চিকিৎসক নিয়োগের আদেশ

Main Image

হাইকোর্ট।


কারাবন্দীদের সুচিকিৎসা নিশ্চিত করতে আগামী ৬ জুনের মধ্যে সারা দেশের কারাগারে ১৬টি শূন্য পদে চিকিৎসক নিয়োগের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৯ মে) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও কারা মহাপরিদর্শককে (আইজি) আগামী ৬ জুনের মধ্যে এ আদেশ পালন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জেআর খান রবিনের রিট আবেদনের শুনানিকালে এ আদেশ দেওয়া হয়।

এর আগে, কারা মহাপরিদর্শকের কার্যালয় থেকে আইনজীবীর মাধ্যমে হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন জমা দিয়ে বলা হয়, কারাগারে মোট ১২৫ জন চিকিৎসককে ডেপুটেশনে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেখানে চিকিৎসকের ১৬টি পদ শূন্য আছে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর আদালত বন্দীদের চিকিৎসার জন্য কারাগারের শূন্য পদে ডেপুটেশনে চিকিৎসক নিয়োগ এবং আদেশ পালন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন