Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


কঙ্গোতে ভয়াবহ বন্যায় মৃত্যু ৪০০ ছাড়াল

Main Image

জাতিসংঘের তথ্যানুযায়ী, এখনও কয়েকশ’ মানুষ নিখোঁজ রয়েছেন।


মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে আকস্মিক বন্যায় মৃত ৪০০ ছাড়িয়েছে। দেশটির দক্ষিণ কিভুর গভর্নর থিও এনগওয়াবিদজে কাসি এ তথ্য জানিয়েছেন।

নদীতে এখনও অনেক মৃতদেহ ভাসছে। ধ্বংসস্তূপে অনেকে চাপা পড়ায় মৃত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত সপ্তাহে দক্ষিণ কিভু প্রদেশের বুশুশু ও নিয়ামুকুবি গ্রামের ঘরবাড়ি বানের তোড়ে ভেসে যায়। গ্রাম দুটি কাদা ও আবর্জনার নিচে চাপা পড়ে বহু হতাহত হয়।

জাতিসংঘের তথ্যানুযায়ী, এখনও কয়েকশ’ মানুষ নিখোঁজ রয়েছেন।

কঙ্গো সরকারের মুখপাত্র প্যাট্রিক মুইয়াইয়াস জানান, জরুরি পরিষেবা কর্মীরা কয়েকদিন ধরে কালেহে অঞ্চলের দুই গ্রামের ধ্বংসস্তূপ ও কাদার মধ্য থেকে মৃতদেহ বের করে আনছেন। এটি নজিরবিহীন মানবিক বিপর্যয়।

কঙ্গোর রেড ক্রস জানিয়েছে, এ পর্যন্ত ৯৮ নারী, ৮২ শিশুসহ ২৭৪ জনকে কবর দেওয়া হয়েছে। এ ছাড়া পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় এবং আবর্জনার মধ্যে লাশ পড়ে থাকায় জনস্বাস্থ্য মারাত্মক হুমকির সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

আরও পড়ুন