Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বেড়েছে

Main Image

প্রাতিষ্ঠানিক ডেলিভারি বেড়েছে যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে


প্রাতিষ্ঠানিক ডেলিভারি বেড়েছে যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতালে এসে ডেলিভারি উদ্বুদ্ধ করতে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নেয়া প্রতিটি বাচ্চাকে উপহার দেয়া হয় হাসপাতালের পক্ষ থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেইজ থেকে এ তথ্য জানা গেছে। 

প্রাপ্ত তথ্যে জানা গেছে, বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো : আলমগীরের ঐকান্তিক প্রচেষ্টা ও গাইনি কনসালট্যান্ট ডা. আয়েশা আক্তারের আন্তরিকতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেডিকেটেড এন্টিন্যাটাল কেয়ার ইউনিট ও ডেডিকেটেড ওটি টিম গঠন করা হয়েছে। এই টিমের  মাধ্যমে হাসপাতালে সেবা নিতে আসা মায়েরা নিয়মিত ভাবে গর্ভকালীন, প্রসবকালীন সকল সেবা সহজে পাচ্ছেন। 

উল্লেখ্য, গাইনি কনসালট্যান্ট ডা. আয়েশা আক্তার, এনেস্থেশিয়া কনসালট্যান্ট ডা. মো: জহিরুল হক, কয়েকজন মেডিকেল অফিসার ও কয়েকজন সিনিয়র স্টাফ নার্স সমন্বয়ে গঠিত ডেডিকেটেড ওটি টিমের মাধ্যমে নিয়মিতভাবে সিজারিয়ান সেকশন কার্যক্রমও চলমান রয়েছে।

জানা গেছে, গত এপ্রিল মাসে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চার জন্ম হয়েছে  ৩৫টি এবং সিজারিয়ান সেকশন এর মাধ্যমে জন্ম হয়েছে ১৮টি বাচ্চা।

এসকল সেবা যথাযথভাবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন অত্র এলাকার সেবা প্রত্যাশী হাজারো মানুষ।

আরও পড়ুন