Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


চট্টগ্রাম মেডিকেলের ডা. মঞ্জুরুল হাকিম তুহিন আর নেই

Main Image

ডা. মঞ্জুরুল হাকিম


চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক ডা. মঞ্জুরুল হাকিম তুহিন আর নেই। বুধবার তিনি চট্রগ্রাম পার্কভিউ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

বুধবার দুপুর ১টার পর তার মৃত্যুর কথা নিশ্চিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার ছোট ভাই নাজমুল হাকিম ইমন। 

ডা. মঞ্জুরুল হাকিম তুহিন খুলনা খুলনা নিউজপ্রিন্ট মিলস সেকেন্ডারি স্কুলের ব্যাচ-৮০-এর শিক্ষার্থী ছিলেন।  তার বাবা হাকিম মিয়া ছিলেন খুলনা নিউজপ্রিন্ট মিলস সাবেক ব্যবস্থাপক (প্রশাসন)। 

ডা: মঞ্জুরুল হাকিম তুহিন বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে তিনি নিপসম (জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান) থেকে পাবলিক হেলথের ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন।  

তার মৃত্যুতে শোকাহত তার ছাত্র-ছাত্রীরা ফেসবুকে তাকে নিয়ে নানা স্মৃতিচারণ করছেন। 

ঢাকার জাতীয় বক্ষব্যধি হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হাসনাইন নওশাদ তার ফেসবুক টাইমলাইনে বলেন, মন খারাপ করে দেওয়ার মতো একটি খবরই যথেষ্ট। মঞ্জুরুল হাকিম স্যার। আমার মেডিকেলের প্রথম শিক্ষক। অমায়িক  ভদ্রলোক ভালও মানুষ। হারিয়ে গেলেন মহাকালের অনন্ত যাত্রায়।  

আরও পড়ুন