Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বগুড়া মেডিকেলের উপ-পরিচালককে বদলি

Main Image

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া


বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও ৫০০ শয্যা হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আব্দুল ওয়াদুদকে একই জেলার ২৫০ শয্যা মোহাম্মদ আলী হাসপাতালে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার স্বাস্থ্য কর্মকর্তাকে বগুড়ার ২৫০ শয্যা মোহাম্মদ আলী হাসপাতালে বদলি করা হলো।

বদলি/পদায়নকৃত কর্মকর্তা পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ষষ্ঠ কর্মদিবস থেকে বর্তমান কর্মস্থলে তাৎক্ষণিক অব্যাহতি (স্ট্যান্ডরিলিজ) মর্মে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

→প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

 

আরও পড়ুন