Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


শীঘ্রই বুস্টার ভ্যাকসিন বায়োভ্যালেন্ট দেওয়া হবে

Main Image

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক


১২ বছরের ঊর্ধ্বে সবার জন্য শীঘ্রই বুস্টার ভ্যাকসিন বায়োভ্যালেন্ট ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

মঙ্গলবার (২ মে) সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সার্বজনীন স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ‌ তথ্য জানান তিনি।‌

ডা. জাহিদ মালেক বলেন, করোনা প্রতিরোধে বায়োভ্যালেন্ট নামের নতুন একটি টিকা ১১ লাখ আনা হয়েছে। আরও ২০ লাখের মতো টিকা অল্প সময়ের মধ্যে পেয়ে যাব। এটিকে বলা হয় কম্বাইন্ড ভ্যাকসিন যা ওমিক্রন ও ডেল্টা ধরনের প্রতিষেধক হিসেবে কাজ করে। বুস্টার ডোজ হিসেবে ১২ বছরের বেশি বয়সী সবাইকে এ টিকা দেওয়া হবে। শীঘ্রই নতুন এ ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।

বায়োভ্যালেন্ট টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনা হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত ১৫ কোটি মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজও কাছাকাছি।

 

আরও পড়ুন