Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ঢাকায় গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ৮, হাসপাতালে ভর্তি

Main Image

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ


রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিট ও শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আব্দুর রহিমের অবস্থা গুরুতর। সূত্র : যুগান্তর।

সোমবার সকাল ৯টা ৩৫ মিনিটে গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ৮ জনের দগ্ধ হন। দগ্ধ শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান। বিস্ফোরণের সময় তিনি বাজার করতে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দগ্ধরা ধুপখোলা মাছ বাজারের পাশে একটি বাড়িতে থাকেন। বাড়ির পাশে মুদি দোকানের সামনের রাস্তায় তিতাস গ্যাস লাইনের মেরামত চলছিল। হঠাৎ সেখান থেকে বিস্ফোরণ হয়। এ সময় দোকানে থাকা আ. রহিম, তার মেয়ে ও নাতির শরীরে মুহূর্তেই আগুন ধরে যায়।

সোমবার সকাল ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর সূত্রাপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। পরে ইউনিট দুটি রাস্তা থেকে ফেরত আসে।

দগ্ধ রহিমের ছেলে মো. আল-আমিন জানান, কয়েকদিন ধরেই তিতাসের লাইন মেরামতের কাজ চলছিল। কিন্তু কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল তারা। সকালে সেখান থেকেই এই বিস্ফোরণ হয়।

আরও পড়ুন