Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


মরণোত্তর দেহ দেবেন অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী

Main Image

মরণোত্তর চক্ষুদান (কর্ণিয়া)সহ মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ইউজিসি’র অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী


মরণোত্তর চক্ষুদান (কর্ণিয়া)সহ মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ইউজিসি’র অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী। রোববার (৩০ এপ্রিল) শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের কাছে তাঁর কনফারেন্স রুমে অঙ্গীকার সংক্রান্ত কাগজপত্র হস্তান্তর করেন তিনি। 

মরনোত্তর চক্ষুদানসহ মরনোত্তর দেহদানের অঙ্গীকারের জন্য প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জীকে ধন্যবাদ জানান ভিসি অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। 

তিনি বলেন, কর্ণিয়ার অভাবে অনেক রোগীর অন্ধত্ব দূর করা সম্ভব হচ্ছে না। আবার বিদেশে গিয়ে কর্ণিয়া প্রতিস্থাপন করায় প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। মরণোত্তর চক্ষুদান (কর্ণিয়া) এ সমস্যার সমাধানে বিরাট অবদান রাখতে পারে। অন্যদিকে, মরণোত্তর দেহদান চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা ও গবেষণায় বড় অবদান রাখতে পারে। তাই মরণোত্তর চক্ষুদানসহ মরণোত্তর দেহদানে এগিয়ে আসতে সবাইকে উদাত্ত আহ্বান জানান ভিসি। 

এ সময় প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন