Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


এনআইকেডিইউতে ফ্রি কিডনি প্রতিস্থাপন

Main Image

ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি (এনআইকেডিইউ) হাসপাতালে বাবুল মোল্লা (৪১) নামের এক রোগীর দেহে বিনা খরচে কিডনি প্রতিস্থাপন করছেন চিকিৎসকেরা


রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি (এনআইকেডিইউ) হাসপাতালে বাবুল মোল্লা (৪১) নামের এক রোগীর দেহে বিনা খরচে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেইজে এই তথ্য জানা গেছে।  

শনিবার (২৯ এপ্রিল) সম্পূর্ণ বিনা খরচে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। কিডনি দাতা ছিলেন রোগীর স্ত্রী মদিনা বেগম। বর্তমানে দু’জনই সুস্থ আছেন।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা.মো: বাবরুল আলম বলেন, ‍কিডনি বিকল রোগের সর্বোত্তম চিকিৎসা হচ্ছে কিডনি প্রতিস্থাপন। আগামী দিনগুলোতে প্রতি শনিবার অন্তত একটি করে কিডনি প্রতিস্থাপনের লক্ষ্য আছে। কিডনি রোগের চিকিৎসায় এনআইকেডিইউ-কে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করতে সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। 

আরও পড়ুন