Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


সুদানে স্বাস্থ্য গবেষণাগার দখল, ডব্লিউএইচও'র উদ্বেগ

Main Image

খার্তুমের গবেষণাগারটিতে পোলিও, হাম ও কলেরা জীবাণু আলাদাভাবে রাখা আছে


সুদানে সংঘাতরত একটি পক্ষ দেশটির জাতীয় স্বাস্থ্য গবেষণাগারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। খার্তুমের গবেষণাগারটিতে পোলিও, হাম ও কলেরা জীবাণু আলাদাভাবে রাখে আছে।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুদানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি নিমা সায়িদ আবিদ। পোর্ট সুদান থেকে জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়ে ভিডিওকলে যুক্ত হয়ে তিনি বলেন, একটি পক্ষ খার্তুমের কেন্দ্রীয় জনস্বাস্থ্য গবেষণাগার দখলে নিয়ে কর্মীদের বের করে দিয়েছে। খার্তুমের কেন্দ্রীয় জনস্বাস্থ্য গবেষণাগার দখলের সঙ্গে বিশাল একটি জৈবিক ঝুঁকি রয়েছে বলে জানান তিনি। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গবেষণাগার থেকে কর্মীদের বের করে দেওয়ার অর্থ হলো জৈবিক উপাদানগুলো উপযুক্তভাবে ব্যবস্থাপনা করা সম্ভব নয়।

আরও পড়ুন