Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


সন্তান জন্মদানে নিজ কর্মস্থলকে বেছে নিলেন চিকিৎসক

Main Image

সন্তান জন্মদানের জন্য নিজ কর্মস্থল কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বেছে নিলেন মেডিকেল অফিসার ডা: তাইফুর রহমান


সন্তান জন্মদানের জন্য নিজ কর্মস্থল কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বেছে নিলেন মেডিকেল অফিসার ডা: তাইফুর রহমান। মঙ্গলবার (১৮ এপ্রিল) বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা: তাইফুর রহমানের স্ত্রী ডা: নাজনীন আক্তারের সিজারিয়ান অপারেশন হয়। ডক্টর টিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল। নবজাতক ও মা দুইজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। 

ডা. কামরুল হাসান সোহেল জানান, সিজার অপারেশনে নেতৃত্ব দেন জুনিয়র কনসালটেন্ট গাইনি ডা: শাহনাজ বেগম। ওটি এসিস্ট করেন মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল ফেরদৌস। এনেসথেসিয়া দিয়েছেন জুনিয়র কনসালটেন্ট এনেসথেসিয়া ডা: জুলকারনাইন মজুমদার। ওটিতে সার্বিক সহযোগিতা করেছেন এসএসএন হাসনা হেনা, এসএসএন নাছিমা আক্তার, ওয়ার্ডবয় নাসির ও ওয়ার্ডবয় সাইফুল।

টিম বরুড়ার চিকিৎসা সেবায় আস্থা রাখায় ডা: তাইফুর রহমান ও ডা: নাজনীন আক্তার দম্পতিকে অভিনন্দন জানানো হয়েছে। 

ইতোপূর্বে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন আবাসিক মেডিকেল অফিসার ডা: নির্ঝর ভৌমিকের স্ত্রী ডেন্টিস্ট ডা: মাধবীলতা মজুমদারের সিজারিয়ান অপারেশনও হয়েছিল বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আন্তরিক স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে সবার আস্থা তৈরি করেছে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 

আরও পড়ুন