Advertisement
Doctor TV

বুধবার, ৭ মে, ২০২৫


দেশের মানুষের গড় আয়ু কমেছে ৫ মাস

Main Image

প্রথমবার কমেছে বাংলাদেশে মানুষের গড় আয়ু।


দেশের মানুষের গড় আয়ু আগের তুলনায় পাঁচ মাস কমেছে। বর্তমানে বাংলাদেশে একজন মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর পূর্বের জরিপে যা ছিল ৭২ দশমিক ৮ বছর। এই প্রথমবার বাংলাদেশে মানুষের গড় আয়ু কমল।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পুরুষের গড় আয়ু ৭০ দশমিক ৬ বছর, আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর।

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২১–এর ফল প্রকাশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস জরিপের ফল উপস্থাপন করেন প্রকল্প পরিচালক আলমগীর হোসেন। তিনি জানান, গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য।

জরিপে দেখা গেছে, ২০২১ সালের হিসাব অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৬ কোটি ২৭ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৪ লাখ এবং নারী ৮ কোটি ১৩ লাখ।

আরও পড়ুন