Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


নারায়ণগঞ্জে ঔষধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

Main Image

দুপুর পৌনে ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওরিয়ন ইনফিউশন লিমিটেড নামের একটি ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা ১টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট চার ইউনিট। এ আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আজ দুপুর দেড়টার দিকে দুপতারা এলাকার এইচপি কেমিক্যালস লিমিটেড কারখানায় এই আগুন লাগে। এখনো অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন