Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


দুবাইয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

Main Image

দুপুর ১২টা ৩৫ মিনিটে ভবনটির চতুর্থ তলায় আগুন লাগে।


সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও নয়জন।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টা ৩৫ মিনিটে ভবনটির চতুর্থ তলায় আগুন লাগে। দুপুর পৌনে ৩টার মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন থেকে তারা আগুনের শিখা এবং কালো ধোঁয়া উড়তে দেখেছেন। ভবনে আটকে উদ্ধারে এগিয়ে গেলেও ধোঁয়ার কারণে কিছুই করতে পারেননি।

প্রাথমিক তদন্তে নিরাপত্তা ও সুরক্ষা-সংক্রান্ত নীতি না মানায় ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছেন সিভিল ডিফেন্সের এক মুখপাত্র।

আরও পড়ুন