Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


গরম রবিবার আরও একটু বাড়বে

Main Image

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ১৯-২০ তারিখে সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে


অন্তত আগামী দুদিন আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের মতে, দিন ও রাতের তাপমাত্রা গড়ে ১ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আবার কোথাও কোথাও সামান্য কমতেও পারে।

পূর্বাভাস বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশে পাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে সারা দেশে আকাশ অস্থায়ীভাবে মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া দেশের অন্য জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝার ধরনের তাপপ্রবাহ। এই অবস্থা অব্যাহত থাকতে পারে।

বৈশাখের প্রথম দিন থেকেই তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা রাজধানীবাসীর। গত শুক্রবার দুপুর নাগাদ তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছিল। শনিবারও বেশ গরম পড়েছিল রাজধানীতে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রবিবারও রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গরম শনিবারের মতোই অনুভূত হবে।

রবিবার সকাল ৭টায় পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা। ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

সকাল ৬টার সময় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। শনিবার ঢাকায় তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।

৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু, ৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তীব্র ও ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে অতি তীব্র তাপপ্রবাহ বিবেচনা করা হয়।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রবিবার সকাল ১১টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল নাগাদ তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এপ্রিলে ঢাকার স্বাভাবিক গড় তাপমাত্রা ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য জায়গায় ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ঢাকায় সর্বোচ্চ ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে ১৯৬৫ সালে ৪২ ডিগ্রি সেলসিয়াস ও ১৯৬০ সালের এই মাসে ঢাকায় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। পরবর্তীতে ২০১৪ সালের ২৪ এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা উঠছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ১৯-২০ তারিখে সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সময় এদিকেও তাপমাত্রা কমে আসবে। তবে ২০ এপ্রিলের আগে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আরও পড়ুন