Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


৮টি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব

Main Image

মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ থেকে ভার্চুয়ালি দেশের ৮ টি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেরি উদ্বোধনকালে  স্বাস্থ্যমন্ত্রী


দেশের ৮টি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও সব মেডিকেল কলেজে ই-লাইব্রেরি প্রতিষ্ঠার  মাধ্যমে দেশের মেডিকেল শিক্ষায় নবদিগন্তের দ্বার উন্মোচিত হলো। এর ফলে বিশ্বমানের শিক্ষা গ্রহণ করে বিশ্বমানের ডাক্তার হতে পারবে আমাদের মেডিকেল শিক্ষার্থীরা।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ থেকে ভার্চুয়ালি দেশের ৮টি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেরি উদ্বোধনকালে  স্বাস্থ্যমন্ত্রী এ প্রত্যাশা ব্যক্ত করেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসায় যেভাবে স্মার্ট টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। একদিন সময় আসবে একজন মানুষও চিকিৎসার জন্য বিদেশে যাবে না।

তিনি বলেন, আটটি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব এবং ৩৭টিতে ই-লাইব্রেরি চালু হওয়ার মধ্য দিয়ে ডিজিটাল ও স্মার্ট পদ্ধতিতে শিক্ষা লাভের সুযোগ পাবে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যদিয়ে উন্নত দেশগুলোর মতো আমাদের শিক্ষার্থীরাও একই সুবিধা পেতে শুরু করলো। পর্যায়ক্রমে দেশের অন্য মেডিকেল কলেজেও এই উন্নত পদ্ধতি চালু হবে। এই ল্যাবে অ্যাডভান্সড ডিজিটাল ডিসেকসন টেবিলের ব্যবহার করে ডিজিটালি মরদেহ ব্যবচ্ছেদের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারবে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীরা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সেবা নিতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন রোগী ও তার স্বজনরা। তাদের ভোগান্তি লাঘবের জন্য বৈকালিক চিকিৎসাসেবার কথা চিন্তা করেছি। এরইমধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে বৈকালিক সেবা চালু হয়েছে। রোগীরা সেবা পাচ্ছেন। এই কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দেয়া হবে। এ বছরের মধ্যেই সারাদেশে এই সেবা চালু হয়ে যাবে বলে জানান তিনি।

এসময় স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিয়া, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব আবুল বাশার জামান, মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, কর্নেল মালেক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক ডা. আরশ্বাদ উল্লাহ, সিভিল সার্জন ডা. মোয়াজেম আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন