খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আব্দুল হান্নান (৫২) নামের একজনকে আটক করেছে যৌথবাহিনী
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আব্দুল হান্নান (৫২) নামের একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার নতুনপাড়া থেকে তাকে আটক করে যৌথ বাহিনী।
আটক আব্দুল হান্নান মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের আব্দুল গফফারের ছেলে। পেশায় মাহিন্দ্রচালক তিনি। মাটিরাঙ্গার ওয়াছু থেকে মাহিন্দ্রযোগে ভারতীয় ওষুধ খাগড়াছড়ি নিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে ধরা পড়েন। পরে মাহিন্দ্রা থেকে দুই লাখ ৬৪০ পিস ভারতীয় ওষুধ জব্দ করে। এসময় পরিবহন কাজে নিয়োজিত মো. আব্দুল হান্নানকে আটক করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, মো. আব্দুল হান্নানকে থানায় হস্তান্তর করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় ওষুধ আমদানি রোধে কাজ করে যাচ্ছেন তারা।
আরও পড়ুন