Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহকে সর্বস্তরের শ্রদ্ধা

Main Image

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন তার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মী, সাভারের রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষ


গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন তার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মী, সাভারের রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষ।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে পিএইচএ মাঠে লাশবাহী গাড়িতে সারিবদ্ধভাবে এক নজর দেখে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন তারা।

জুমার নামাজ শেষে পিএইচএ মাঠে জানাজা শেষে তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যার কারণে চিকিৎসা নিচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৮১ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রে তার মরদেহ নেওয়া হয়েছে। আজ তাকে দাফন করা হবে।

আরও পড়ুন