Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


ভারতে দৈনিক করোনা সংক্রমণ ১০ হাজার ছাড়াল

Main Image

বর্তমানে ভারতে করোনা রোগীর সংখ্যা ৪৪ হাজার ৯৯৮ জন।


ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণ ছাড়িয়েছে ১০ হাজারের গণ্ডি, যা আগের দিনের তুলনায় ৩০ শতাংশ বেশি। খবর এনডিটিভির।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৯৫৮ জনের। এর মধ্যে ১০ হাজার ১৫৮ জন শনাক্ত হয়েছেন, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।

বর্তমানে ভারতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪ হাজার ৯৯৮ জন। দৈনিক সংক্রমণের হার ৪.৪২। গত বুধবার (১২ এপ্রিল) ভারতে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭ হাজার ৮৩০ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মাণ্ডব্য জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই। দেশজুড়ে আগামী ৮-১০ দিনে ধাপে ধাপে সংক্রমণ বাড়লেও তারপর থেকে তা আবার কমতে শুরু করবে।

আগামী মাসের শুরু থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠতে শুরু করবে বলে জানিয়েছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। তবে সাবধানতার জন্য মাস্ক পরা, হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা।

আরও পড়ুন