Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


বিরল বার্ড ফ্লু সংক্রমণে বিশ্বে প্রথম মানুষের মৃত্যু

Main Image

বিরল বার্ড ফ্লু (H3N8) তে আক্রান্ত হয়ে এক চীনা নারীর মৃত্যু


বিরল বার্ড ফ্লু (H3N8) তে আক্রান্ত হয়ে এই প্রথম এক মানুষ মারা গেছেন। তিনি  চীনের নাগরিক। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, বার্ড ফ্লুর এ ধরনটি ছোঁয়াচে নয়। সূত্র : এনডিটিভি।  

প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ বছর বয়সী ওই নারী চীনের দক্ষিণাঞ্চল গুয়াংডং প্রদেশের বাসিন্দা ছিলেন। বিশ্বের তৃতীয় মানুষ হিসেবে H3N8-তে আক্রান্ত হন। তার আগে আরও দু’জন চীনা নাগরিক এতে আক্রান্ত হন। তাদের দেহে ভাইরাসটি শনাক্ত হয় গত বছর। বার্ড ফ্লুর H3N8 ধরনটি মানব শরীরে প্রবেশের ঘটনা খুবই বিরল।

গুয়াংডং প্রাদেশিক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র গত মাসের শেষ দিকে তৃতীয় ব্যক্তির H3N8-তে আক্রান্ত হওয়ার খবর জানায়। তবে তারা মৃত্যুর ব্যাপারে কিছু বলেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মারা যাওয়া ওই নারী আগে থেকেই বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। পোল্ট্রি সংক্রান্ত কাজে জড়িত ছিলেন তিনি।

এছাড়াও ওই নারী জীবিত থাকা অবস্থায় একটি বাজারে গিয়েছিলেন। সেখানে A(H3) ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বাজারটিতে যাওয়ার পরই সংক্রমিত হয়েছেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, মানবদেহে বিরল হলেও পাখির দেহে এই H3N8 ভাইরাসের উপস্থিতি অতি সাধারণ ঘটনা। এমনকি যেসব পাখির দেহে এ ভাইরাস আছে সেগুলোর মধ্যে রোগের কোনো লক্ষণও দেখা যায় না। এই ভাইরাসে মানুষ ছাড়াও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীও আক্রান্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যারা ওই নারীর সংস্পর্শে এসেছিলেন তাদের কারও মধ্যে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। মানে এটি সহজেই মানুষ থেকে মানুষে ছড়ায় না।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন