Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ডা. জাফরুল্লাহর দেহ দান নাকি দাফন, সিদ্ধান্ত বৃহস্পতিবার

Main Image

দেহদানের বিষয়টি সম্পূর্ণ পরিবারের সিদ্ধান্ত


গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দাফন করা হবে নাকি তাঁর দেহ দান করা হবে, সে বিষয়ে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জানানো হবে। বিষয়টি নিয়ে তাঁর পরিবারের সদস্যরা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।

বুধবার (১২ এপ্রিল) ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ডা. আলতাফুন নেছা।

সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী বলেন, ‘ডা. জাফরুল্লাহর মরদেহ দান নাকি দাফন, এ বিষয়ে তাঁরর পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন। তাঁরা বিষয়টি নিয়ে বুধবার বৈঠক করবেন।’

তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীরা ১০ ভাইবোন, তাঁর স্ত্রী-সন্তান আছেন। একজন বাদে তাঁদের সবাই ঢাকায় অবস্থান করছেন। দেহদানের বিষয়টি সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। তারা আজকের মধ্যে বসে সিদ্ধান্ত নিতে পারবেন বলে আশা করছি। বৃহস্পতিবার জানাজা নামাজের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

সংবাদ সম্মেলনে জাফরুল্লাহ চৌধুরীর ছোট বোন আলেয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. নাজিমুদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, ভাসানি অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। মৃত্যুর পর তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

আরও পড়ুন