Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


চমেকে ওষুধ চুরির ঘটনায় ওয়ার্ডবয় গ্রেফতার

Main Image

সরকারি ওষুধ চুরির ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে সাদ্দাম হোসেন নামের এক ওয়ার্ডবয়কে গ্রেফতার করেছে পুলিশ


সরকারি ওষুধ চুরির ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে সাদ্দাম হোসেন নামের এক ওয়ার্ডবয়কে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (৯ এপ্রিল) সকালে হাসপাতালের পূর্ব গেইটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।  খবর বাংলানিউজের।

হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে বিশেষ অনুমতির ভিত্তিতে কাজ করতো সাদ্দাম।সে রাউজানের মোগারদিঘী এলাকার মুজিবুল হকের ছেলে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সরকারি ওষুধ চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সে। খবর পাওয়ার তাকে ধরে তল্লাশী চালিয়ে ওষুধগুলো উদ্ধার করা হয়। সরকারি ওষুধ চুরির অপরাধে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন