Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


স্বাস্থ্যসচিবের একান্ত সচিব মোসাদ্দেককে বদলি

Main Image

মোসাদ্দেক মেহ্বদী ইমাম।


স্বাস্থ্য সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা মোসাদ্দেক মেহ্দী ইমামকে বদলি করা হয়েছে। তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগ করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব রেহেনা আকতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুনারাদেশ না দেওয়া পর্যন্ত তাকে বদলিপূর্বক নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে মোসাদ্দেক মেহ্দী ইমাম রাঙামাটির লংগদু ও ময়মনসিংহের নান্দাইল উপজেলা ইউএনও হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। 

সর্বশেষ তিনি গত বছরের ২০ নভেম্বর স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব থেকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিব হিসেবে বদলি হন। প্রায় ৪ মাস পর আবারও তাকে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে নিযুক্ত করা হয়।

আরও পড়ুন