Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


মানসিক স্বাস্থ্যসেবায় পাকিস্তানে মোবাইল অ্যাপ চালু 

Main Image

মানসিক স্বাস্থ্যসেবায় পাকিস্তানে মোবাইল অ্যাপ চালু 


মানসিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত মোবাইল অ্যাপ চালু করেছে পাকিস্তান। ‘হামরাজ’ নামের এই অ্যাপ এবং করমুক্ত হেল্পলাইন ১১৬৬’র মাধ্যমে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পরামর্শ ও সহায়তা পাবেন দেশটির সাধারণ মানুষ। শুক্রবার এটি উদ্বোধন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

এক  টুইটবার্তায় শেহবাজ শরিফ বলেন, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। আজকের এই দিনে মানসিক স্বাস্থ্যসেবার প্রতি নিবেদিত দেশের প্রথম মোবাইল অ্যাপ হামরাজ এবং এর হেল্পলাইন উদ্বোধন করতে পেরে আমি খুবই খুশি।

সমাজের উন্নতির সঙ্গে মানসিক সুস্বাস্থ্য সরাসরি সম্পর্কিত উল্লেখ করে শেহবাজ আরও বলেন, আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করা অনেকটাই নিষিদ্ধ বা ট্যাবু; সামনে এগিয়ে যেতে হলে এই ট্যাবু আমাদের ভাঙতে হবে।

শিশু কিশোরদের মোবাইল ফোনের প্রতি অতিমাত্রায় আসক্তির সমালোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তাঁরমতে, মোবাইল ফোনের প্রতি অতিমাত্রায় আকর্ষন শিশুদের অটিজমসহ আরও বিভিন্ন মানসিক বৈকল্যের জন্য দায়ী। এ ব্যাপারে অভিভাবকের আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। 

আরও পড়ুন