Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


জাপানে বার্ড ফ্লু : প্রায় পৌনে ২ কোটি মুরগির মৃত্যু

Main Image

জাপানে বার্ড ফ্লু সংক্রমণে প্রায় পৌনে ২ কোটি মুরগির মৃত্যু


জাপানে বার্ড ফ্লু সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি মৌসুমে ভাইরাসটির সংক্রমণে দেশটিতে রেকর্ড ১ কোটি ৭০ লাখ মুরগি মারা গেছে। এ অবস্থায় মৃত মুরগি পুঁতে রাখার জায়গার সংকট দেখা দিয়েছে দ্বীপ রাষ্ট্রটিতে। সূত্র : মার্কিন বার্তা সংস্থা সিএনএন।

প্রকাশিত খবরে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে বার্ড ফ্লুর রেকর্ড প্রাদুর্ভাব দেখা দিয়েছে  জাপানে। যা দেশটিতে মুরগির সরবরাহের উপর চাপ ফেলেছে। বেড়েছে ডিমের দামও।

খবরে আরও বলা হয়, ভাইরাসটির বিস্তার ঠেকাতে আক্রান্ত মুরগিগুলোকে মেরে ফেলা হচ্ছে। তবে সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে জমির সংকট। আক্রান্ত মুরগি পুঁতে ফেলার জন্য ফাঁকা  জায়গা খুঁজে পাচ্ছেন না দেশটির স্থানীয় প্রশাসন ও খামারিরা।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী এনএইচকের তথ্যমতে, প্রায় সারাদেশেই বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। এমনকি ২৬ অঞ্চলের মধ্যে ১৬টিতেই আক্রান্ত প্রাণী পুঁতে ফেলার জন্য পর্যাপ্ত জমি নেই।

এনএইচকের খবরে আরও বলা হয়, চলতি মৌসুমে রেকর্ড এক কোটি ৭০ লাখেরও বেশি মুরগি মারা হয়েছে। এর আগে ২০২০ সালে বার্ড ফ্লুজনিত কারণে  ৯৯ লাখ মুরগি মারা হয়েছিল।

চলতি মাসে এক প্রতিবেদনে রাবোব্যাঙ্ক জানায়, বার্ড ফ্লুর প্রভাব ও খাবারের উচ্চমূল্যের কারণে চলতি বছরের প্রথম তিনমাসে সর্বোচ্চ স্তরে' পৌঁছেছে ডিমের দাম।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনার কারণে ২০২০ থেকে ২০২২ সালের মাঝমাঝি পর্যন্ত বিশ্বব্যাপী ফিডের দামও প্রায় দ্বিগুণ হয়েছে। রাবোব্যাঙ্কের প্রাণী প্রোটিনের সিনিয়র বিশ্লেষক নান-ডার্ক মুলডার বলেন, গত বছরের এই সময় থেকে এ বছর দাম বেড়েছে প্রায় ১০০ শতাংশেরও বেশি।

রাবোব্যাঙ্কের মতে, জাপানে ডিমের দাম গত মাসে ২৩৫ ইয়েনে (প্রায় ১৮৯ টাকা) পৌঁছেছে। যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। একইসঙ্গে থাইল্যান্ড, ফিলিপাইন, ইসরায়েল, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, কেনিয়া, ব্রাজিল, মেক্সিকো এবং আর্জেন্টিনাসহ অন্যান্য অনেক দেশের বাজারেও ডিমের রেকর্ড দাম বেড়েছে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্যমতে, বন্য জলজ পাখিদের মধ্যে প্রাকৃতিকভাবে সংক্রমিত সংক্রমণের কারণে বার্ড ফ্লু হয়। সংক্রামিত পাখি তাদের লালা এবং অন্যান্য শারীরিক স্রাবের মাধ্যমে অন্যান্য প্রাণীদের মধ্যে ভাইরাস প্রেরণ করতে পারে।

আরও পড়ুন