Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


শেহামেক মেডিসিন ক্লাবের ইফতার অনুষ্ঠিত

Main Image

শেহামেক মেডিসিন ক্লাবের ইফতার অনুষ্ঠিত


মেডিসিন ক্লাব, শেখ হাসিনা মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক গত ২রা এপ্রিল (রোববার) হবিগঞ্জ জেলার সদর উপজেলার 'জামিয়া মাআরিফুল কুরআন' মাদরাসা ও এতিমখানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এতে উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাব শেহামেক ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক। সম্পূর্ণ প্রোগ্রামটি সফলভাবে বাস্তবায়ন করতে নেতৃত্ব প্রদান করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হাসান আফ্রিদি এবং সহ সভাপতি আজমাইন রেজওয়ান।

শেহামেক মেডিসিন ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেন মাদরাসা কর্তৃপক্ষ। সবশেষে দোয়া পরিচালনা করেন মাদরাসাটির মুহতামিম। 

আরও পড়ুন