Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫


ডা. নাহিদা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শোকজ

Main Image

স্বাস্থ্য মন্ত্রণালয়


টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নাহিদা ইসলামকে শোকজ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পার-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত মঙ্গলবার (৪ এপ্রিল) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়,  ডা. নাহিদা ইসলাম (কোড-১৩০৬৭৪), রেসিডেন্ট ফিজিসিয়ান / রেসিডেন্ট সার্জন, , টাঙ্গাইল সদর, টাঙ্গাইলকে জুনিয়র কনসালটেন্ট (গাইনী ও অবস্) পদে চলতি দায়িত্ব প্রদানপূর্বক বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জামালপুর-এ নয়ন করা হয়। উক্ত প্রজ্ঞাপনে ১৮ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশনা প্রদান হয় অন্যথায় ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে তাৎক্ষণিক অবমুক্ত ( স্ট্যান্ড রিলিজ) হবেন মর্মে উল্লেখ করা হয়।

কিন্তু ওই চিকিৎসক এখন পর্যন্ত পদায়নকৃত কর্মস্থলে যোগদান করেননি। এতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ লঙ্ঘন হয়েছে বলে উল্লেখ করা হয়। 

কেন তিনি নির্ধারিত কর্মস্থলে যোগদান করেননি সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা পত্র প্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন