Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের অনুদান দিবেন প্রধানমন্ত্রী

Main Image

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস


প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান দিবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৫ এপ্রিল) রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান খেলার মাঠের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

মেয়র বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের উদ্ধার তৎপরতা শেষ হয়েছে। ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হলে ক্ষতির পরিমাণ নিরূপণ শেষে তালিকা করে পর্যাপ্ত অনুদান দেওয়ার কথা জানান, যা দিয়ে ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াতে পারবেন।

তিনি আরও বলেন, সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় নতুন একটি পরিকল্পনা নিয়ে আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসব। এরপর আমরা ভবন নির্মাণের পরিকল্পনা করব।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন