বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে ‘প্রিগাবলিন এন অর্চেস্ট্রা অফ পেইন মডুলেশন শীর্ষক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ ও অন্যরা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে ‘প্রিগাবলিন এন অর্চেস্ট্রা অফ পেইন মডুলেশন শীর্ষক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) আয়োজিত সিএমই-তে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। উপাচার্য তাঁর বক্তব্যে রোগ প্রতিরোধ ও গবেষণার উপর গুরুত্বারোপ করেন।
সভাপতিত্ব করেন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম সালেক।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ।
সিএমই-তে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. এম এ শাকুর, অধ্যাপক ডা. মোঃ আলী ইমরান প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা।
আরও পড়ুন