Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বঙ্গবাজারে আগুন: প্রস্তুত ঢামেক-বার্ন ইনস্টিটিউট

Main Image

ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট, সেনা ও বিমানবাহিনী আগুন নেভাতে কাজ করছে


রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সেবা দিতে প্রস্তুতি নিয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ  (ঢামেক) হাসপাতাল। তাৎক্ষণিকভাবে সেবা দিতে বাড়ানো হয়েছে জনবল। রোগী আসা মাত্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন সাংবাদিকদের জানান, সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন তারা। যাদের ডিউটি ছিল না, তাদেরও ডেকে আনা হয়েছে। সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেছেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের জনবল এনে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট, সেনা ও বিমানবাহিনী আগুন নেভাতে কাজ করছে। দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আরও পড়ুন