Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


রমজানে ডায়াবেটিস বিরোধী ওষুধ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি

Main Image

ডা. আবুল ফয়সাল মোহাম্মদ নুরুদ্দীন চৌধুরী, মেডিসিন স্পেশালিস্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল


রমজানে ডায়াবেটিস বিরোধী ওষুধ খাওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন:

হাইপোগ্লাইসেমিয়া হল এমন একটি অবস্থা যেখানে আপনার রক্তে শর্করার (গ্লুকোজ) মাত্রা মান সীমার চেয়ে কম। রমজানে বা রোজা রাখার সময় ডায়াবেটিসবিরোধী ওষুধ খাওয়ার সময় সতর্ক থাকতে হবে।

বিশেষ করে সালফোনাইল‌ইউরিয়াস এবং রেপ্যাগ্লিনাইড এ ধরনের ওষুধগুলো হাইপোগ্লাই‌‌সেমিয়া করে।

তবে মেটফরমিন বা গ্লিটাজোনগুলি খুব কমই হাইপোগ্লাইসেমিয়া সৃষ্টি করে, যদি না সাথে ইনসুলিন স্টিমুলেটর বা ইনসুলিন ইনজেকশন না নেওয়া হয়।

অ্যাকারবোস বা মিগ্লিটল, নির্ধারিত হিসাবে নেওয়া, হাইপোগ্লাইসেমিয়া সৃষ্টি করে না।

লেখক :

ডা. আবুল ফয়সাল মোহাম্মদ নুরুদ্দীন চৌধুরী, মেডিসিন স্পেশালিস্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

আরও পড়ুন