Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


ভুয়া দন্ত চিকিৎসকের ৬ মাসের জেল, ১ লাখ টাকা জরিমানা

Main Image

চট্টগ্রামের হালিশহর থানা এলাকায় মো. মনিরুল ইসলাম নামে এক ভুয়া দন্ত  চিকিৎসককে ৬ মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত


চট্টগ্রামের হালিশহর থানা এলাকায় মো. মনিরুল ইসলাম নামে এক ভুয়া দন্ত  চিকিৎসককে ৬ মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সূত্র: ঢাকা পোস্ট। 

শনিবার (১ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন জানায়, কারাদণ্ডপ্রাপ্ত মনিরুল নিজেকে দাঁতের চিকিৎসক বলে পরিচয় দেন। প্রেসক্রিপশন প্যাডে ডেন্টাল সার্জন লিখলেও বিএমডিসির কোনো রেজিস্ট্রেশন দেখাতে পারেননি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, অভিযানে মনিরুলকে ভুয়া চিকিৎসক হিসেবে শনাক্ত করেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. মো. নুরুল হায়দার। পরে তাকে কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করা হয়। সাজা পরোয়ানামূলে মনিরুলকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন