Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সন্তোষ প্রকাশ

Main Image

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কর্মকান্ড, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের প্রায় শতভাগ উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন  চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ মহিউদ্দিন


বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কর্মকান্ড, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের প্রায় শতভাগ উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন  চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ মহিউদ্দিন। এ জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুল হাসান সোহেল সহ সকল চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফকে অভিনন্দন জানিয়েছেন তিনি। 

339436050_628626792415195_8871564117706272281_n

আজ শনিবার (১ এপ্রিল) দুপুর ১২.২৭ মিনিটে কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে এসব প্রতিক্রিয়া জানান বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ মহিউদ্দিন।  

338937636_240966178386741_346717900771147389_n

পরিদর্শনকালে তিনি বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কিভাবে আরো জনমুখী ও রোগীবান্ধব হাসপাতালে পরিণত করা যায়- সেই বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। ভবিষ্যতে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরো বেশি রোগীবান্ধব হাসপাতালে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

আরও পড়ুন