Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা বেড়েছে : স্বাস্থ্যমন্ত্রী

Main Image

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক


স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা বাড়ার কারণে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, হাসপাতালের শয্যা বাড়ালেও কম পড়ে যাচ্ছে। সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, মেন্টাল হাসপাতালে শয্যা প্রায় দ্বিগুণ হয়েছে, তারপরও আমরা জায়গা দিতে পারছি না। কারণ স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা বাড়ছে, তারা হাসপাতালে আসছে। 

আজ বুধবার (২৯ মার্চ) রাজধানীর হোটেল রেনেসাঁয় আয়োজিত ৫ম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির (এইচপিএনএসপি) খসড়া স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্ল্যান শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবল দরকার। এটি আমাদের স্বাস্থ্য খাতের এক নম্বর সমস্যা। সকল স্তরে প্রশিক্ষিত জনবল থাকলে স্বাস্থ্য খাত যথাযথভাবে কাজ করবে।


স্বাস্থ্যখাতের উন্নয়ন তুলে ধরতে গিয়ে জাহিদ মালেক বলেন, প্রতিটি জেলা-উপজেলা হাসপাতালে আগের চেয়ে শয্যা দুই-তিন গুণ বাড়ানো হয়েছে। বর্তমানে চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশে তৈরি হচ্ছে। বিভিন্ন ভ্যাকসিন তৈরি হচ্ছে। 

তিনি বলেন, করোনা মহামারী আমাদের কীভাবে দুর্যোগ মোকাবিলা শিখিয়ে দিয়েছে। সে সময়  আমাদের চিকিৎসকেরা বড় প্রশিক্ষণ পেয়েছেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় ১০ হাজার ডাক্তার, ১৫ হাজার নার্স নিয়োগ দেয়া হয়।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা এ বি এম খুরশিদ আলম প্রমুখ।

আরও পড়ুন