Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


রাজশাহী মেডিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Main Image

রামেক ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী ও অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা


যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন করা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজে।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে আজ রোববার (২৬শে মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর রামেক ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী। এ সময় উপাধ্যক্ষসহ  অন্যান্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন। 

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ শাখা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, শিক্ষক সমিতি, প্রত্যেক বিভাগ পৃথকভাবে, বাংলাদেশ ছাত্রলীগ রামেক শাখা, রাজশাহী নার্সিং কলেজ, বক্ষব্যাধি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা ও জাতীয় সংগীত পরিবেশন পরিবেশন করা হয়। 

এর পর ছাত্র/ছাত্রীদের বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।  

উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজের ভবন সমূহে দৃষ্টিনন্দন ব্যানার ও ফেষ্টুন স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন