Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ঢাবি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিশ্চিতে সমঝোতা সই

Main Image

২০২২ সালে সারাদেশে ৫২৬ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন


শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এর আওতায় অ্যালামনাই এবং ছাত্র ও পরামর্শদান দপ্তরের যৌথ উদ্যোগে বছরব্যাপী সেমিনার, সিম্পোজিয়াম ও কাউন্সিলিংয়ের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়া হবে।

মঙ্গলবার (২১ মার্চ) উপাচার্যের কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছার।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, সাবেক সভাপতি এ. কে. আজাদ ও সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার।

বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশনের তথ্যমতে, ২০২২ সালে সারাদেশে ৫২৬ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বর্তমান বিশ্বে প্রতিযোগিতা বাড়ছে, পারস্পরিক আস্থা ও বিশ্বাস কমছে। পারিবারিক বন্ধন ভেঙে যাচ্ছে। ফলে মানুষের মধ্যে বেড়েছে হতাশা। এই মানসিক স্বাস্থ্যে বেশি আক্রান্ত হন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা।

ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক মেহজাবীন হক বলেন, প্রতিমাসে বিশ্ববিদ্যালয়ের অন্তত ৬৫ নতুন শিক্ষার্থী তাদের কাছে সেবা নিতে আসেন। এছাড়া পুরাতন শিক্ষার্থীরা তো আছেই। গড়ে প্রত্যেক শিক্ষার্থীকে ছয় থেকে বিশটি সেশন নিতে হয়। তবে জনবল, আর্থিক সীমাবদ্ধতাসহ নানা কারণে তারা পর্যাপ্ত সেবা দিতে পারেন না। এক্ষেত্রে অ্যালামনাইয়ের সহযোগিতায় তারা সর্বোচ্চ সেবার পরিধি বাড়াতে পারবেন।

তিনি আরও বলেন, আমরা অফিস সময়ের পরও সেবা চালু রাখতে চাই। পাশাপাশি আমরা ২৪ ঘণ্টা একটি হেল্পলাইন চালুর পরিকল্পনা করেছি। অ্যালামনাইয়ের সহযোগিতায় আমরা সেটি ধীরে ধীরে বাস্তবায়ন করব।

উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, অ্যালামনাইরা স্ব উদ্যোগে এগিয়ে এসেছেন। এ ধরনের মহতি উদ্যোগে এগিয়ে আসার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এর ফলে আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ে কর্মদক্ষতা ও ভূমিকা বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা উপকৃত হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আশরাফুল হক মুকুল, যুগ্ম-মহাসচিব সুভাষ সিংহ রায়, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এবং প্রচার সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন।

আরও পড়ুন