Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


গণস্বাস্থ্য কেন্দ্র কুতুবদিয়ায় চক্ষু বিশেষজ্ঞ ক্যাম্প অনুষ্ঠিত

Main Image

গণস্বাস্থ্য কেন্দ্রের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় রোমাই পাড়া কেন্দ্রে একদিনের একটি চক্ষু বিশেষজ্ঞ ক্যাম্প অনুষ্ঠিত


গণস্বাস্থ্য কেন্দ্রের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় রোমাই পাড়া কেন্দ্রে একদিনের একটি চক্ষু বিশেষজ্ঞ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২০ মার্চ) সকাল নয়টা হতে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পে চিকিৎসা দেওয়া হয়। ক্যাম্পে রোগী দেখেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ এরং কক্সবাজার বাইতুশ শরফ হাসপাতাল থেকে আসা চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা। চক্ষু চিকিৎসা টিমে ছিলেন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক চক্ষু বিশেষজ্ঞ ডা: গৌর গোপাল শাহা, মেডিকেল অফিসার ডা: নূরুল আমিন ফাহিম, মেডিকেল অফিসার জিয়াউর রহমান, ফার্মাসিষ্ট মো: মান্নান শিকদার।

এখানে রোগীদের চোখে ঝাপসা দেখা, চোখ দিয়ে পানি পড়া, চোখে ছানি পড়া ইত্যাদি রোগী দেখা হয়। এছাড়াও রোগিদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। প্রায় ৩৪৬ জন রোগী উক্ত ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। এদরে মধ্যে ৯১ জনকে চোখের চশমা দেওয়া হয়, ১৭ জনকে, চোখে ছানি অপারেশন করা হয় এবং ২৬৩ জনকে ফ্রি মেডিসিন দেওয়া হয়।

দাতা সংস্থা মাল্টিসার ইন্টান্যাশনাল এর সমন্বয়কারী আন্টাজে কানিয়া আন্না ও মতিন সরদার ক্যাম্পে উপস্থিত থেকে এর কার্যক্রম পরিদশন করেন।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ গোলাম মোস্তফা নাদিম, গণস্বাস্থ্য কেন্দ্র-মাল্টিসার ইন্টারন্যাশনাল এর পরিচালক ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি সন্ধা রায়, প্রোজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মতিউর রহমান, মেডিকেল কো-অর্ডিনেটর ডা. আব্দুর রাজ্জাক খান। উক্ত ক্যাম্পে সুষ্ঠ্যভাবে পরিচালনা করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন মোঃ নূরে আলম হীরা, মোঃ মোস্তফা কামাল, মানড়বান শিকদার, মোসাব্বির হোসেন
ও মাহমুদ হাসান প্রমূখ।

মাল্টিসার ইন্টারন্যাশনাল এর সমন্বয়কারী আন্টাজে কানিয়া আন্না বলেন, আমরা সরকার, স্থানীয় হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিককে আরো সহযোগিতা করতে চাই, যাতে এই দ্বীপের মানুষেরা উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারেন।

আরও পড়ুন