Ad
Advertisement
Doctor TV

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫


ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষা উন্নয়নে সহায়তার আশ্বাস উপাচার্যের

Main Image

বিএসএমএমইউ’র বেসিক সাইন্স ভবনে ফরেনসিক মেডিসিন বিভাগের এমডি রেসিডেন্সি দ্বিতীয় ব্যাচের নবীনবরণ ও সেমিস্টারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষা কার্যক্রমের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। আজ সোমবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ে বেসিক সাইন্স ভবনে ফরেনসিক মেডিসিন বিভাগের এমডি রেসিডেন্সি দ্বিতীয় ব্যাচের নবীনবরণ ও সেমিস্টারের উদ্বোধনকালে তিনি এ আশ্বাস দেন। 

অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষা কার্যক্রমের দরকারে প্রয়োজনীয় মর্গের ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় শিক্ষক নিয়োগদানসহ এই বিভাগের উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন তিনি। সিনিয়র শিক্ষার্থীদের নতুন সেমিস্টারে অধ্যয়নরত জুনিয়র শিক্ষার্থীদেরও শিক্ষাদানে সহায়তার আহ্বান জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়নে আউটকাম বেইজড এডুকেশন শীঘ্রই চালু করা হবে বলে জানান উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। 

আরও পড়ুন