Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


মাদারীপুরে এক্সপ্রেসওয়ে থেকে খাদে বাস, নিহত ১৬

Main Image

দুর্ঘটনা কবলিত ইমাদ পরিবহনের বাসটি খুলনা থেকে ঢাকা যাচ্ছিল


মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। রোববার (১৯ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ইমাদ পরিবহনের বাসটি খুলনা থেকে ঢাকা যাচ্ছিল।  

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায়। সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্য থেকে ১৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। উদ্ধার কাজ চলছে।

আরও পড়ুন