Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


ইন্টার্ন চিকিৎসক সিমরান আশরাফ আর নেই

Main Image

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫৯ ব্যাচের ইন্টার্ন চিকিৎসক ডা. সিমরান আশরাফ


না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫৯ ব্যাচের ইন্টার্ন চিকিৎসক  সিমরান আশরাফ।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুমিল্লা জিলা স্কুলের ২০১৩ ব্যাচের ছাত্র ছিলেন সিমরান আশরাফ। 

প্রয়াত সিমরান আশরাফের বন্ধুরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, একিউট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোমের কারণে সেপটিক শক থেকে মাল্টিঅর্গান ডিস্ফাংশন হয়ে মারা যান তিনি।

তাঁর মেডিকেলের সহপাঠী ডা. সনদ পাল লিখেছেন, 

মেডিকেলে ভর্তির পর যে রুমে প্রথম দিন উঠি সে রুমে আমার ১দিন আগে আসা ছেলেটার সাথে সেইদিন থেকে যে বন্ধুত্ব, তারপর একই রুমে থাকা, আমার সবচাইতে কাছের বন্ধু, এমন কোন কাজ নেই যা আমরা একসাথে করি নাই, ক্যারিয়ার নিয়ে আলোচনা, খাইতে যাবো তাও একসাথে, কাপড় চোপড় কিনবো তাও একসাথে, বই কিনবো একসাথে, রিডিং রুমেও একসাথে পড়তাম, তারপর একসাথে ডাক্তার হয়ে গেলাম, ইর্ন্টানশীপ শুরু করলাম হঠাৎ ৫দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, ডিউটির ফাকে ফাকে দেখতে যাইতাম, তারপর কালকে ICUতে শিফট, ডায়াগনোসিস ছিলো
ARDS e septic shock e MODS e epididymo-orchitis e cellulitis of left thigh

আর আজ আমার বন্ধু Dr. SIMRAN ASHRAF আমাদের কে ছেড়ে চলে গেলো, যেখানেই থাকিস ভালো থাকিস ভাই 

The man with big heart

আরও পড়ুন