Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫


১৫ হাজার নার্স-মিডওয়াইফ পদ সৃজনের সিদ্ধান্ত

Main Image

নার্সিং পেশার উন্নয়নে বেসরকারিখাতকেও উৎসাহিত করা হচ্ছে


সরকারি পার্যায়ে ৬৯টি প্রতিষ্ঠানে নার্সিয়ের ডিপ্লোমা কোর্স চালু রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তার সরকার ১০ হাজার নার্স ও ৫ হাজার মিডওয়াইফারির নতুন পদ সৃজনের পরিকল্পনা করেছে।

বুধবার (১৫ মার্চ) সকালে শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গাজীপুরের তেঁতুইবাড়ির কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সরকার নার্সিং পেশাকে বিশেষ মর্যাদা ও গুরুত্ব দেয় জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের বাইরেও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা আন্তর্জাতিক মানের সেবা দিতে পারেন।

তিনি বলেন, নার্সিং পেশার উন্নয়নে বেসরকারিখাতকেও উৎসাহিত করা হচ্ছে। যেসব প্রতিষ্ঠান এ পেশার জনবল তৈরি করছে, তাদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

সরকারি হাসপাতালগুলোতে কর্মরত নার্সের সংখ্যা ৪২ হাজার ৩৩০ জন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে নার্সের অনেক চাহিদা রয়েছে। এরপরও দেশের চাহিদা পূরণ করে নার্সরা চাইলে বিদেশে গিয়ে চাকরি করতে পারে। এজন্য গ্র্যাজুয়েশেনের পর বিদেশি ভাষা শেখার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজের সিইও মো. তৌফিক বিন ইসমাইল। এতে স্নাতক সমাপনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া কেপিজে হেলথকেয়ার ইউনিভার্সিটি উপাচার্য ইমিরিটাস অধ্যাপক দাতো ডা. লোকমান সাইম।

আরও পড়ুন