Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ডা. নিশাতের মামলায় এএসআই নাঈমের বিরুদ্ধে আদালতে ফাইনাল রিপোর্ট দিয়েছে পুলিশ

Main Image

ডা. নিশাতের মামলায় এএসআই নাঈমের বিরুদ্ধে আদালতে ফাইনাল রিপোর্ট দিয়েছে পুলিশ


ডা. নিশাত আব্দুল্লাহ-র মামলার আসামি অপরাধীর বিরুদ্ধে আদালতে ফাইনাল (নিরপরাধ) রিপোর্ট দিয়েছে পুলিশ। নিজ ফেসবুক টাইম লাইনে এ তত্য জানিয়েছেন খুলনা বিএমএর সভাপতি ডা. বাহারুল আলম। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ডা. বাহারুলের ফেসবুক স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো :

খুলনা সোনাডাঙ্গা থানায় ডা নিশাত আবদুল্লাহ-র নির্যাতকের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশ আজ চার্জশিট না দিয়ে ফাইনাল রিপোর্ট দিয়েছে। সেই সাথে নিশাত আবদুল্লাহ-র বিরুদ্ধে যে যৌন হয়রানি ও অঙ্গহানি মামলা দায়ের করেছিল, সেই মামলারও ফাইনাল রিপোর্ট দিয়েছে সোনাডাঙ্গা থানা তদন্ত কর্মকর্তা।

খুলনা বিএমএ তথা বাংলাদেশের সকল চিকিৎসক চেয়েছিল- আত্মস্বীকৃত অপরাধী এএসআই নাইম-কে অভিযুক্ত করে বিচারে সোপর্দ করা হোক। এই চাওয়ার সাথে একাত্মতা ঘোষণা করেছিল খুলনার নগর মেয়র তালুকদার আব্দুল খালেক ও শাসক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল এবং তাৎক্ষণিকভাবে তারা উভয়েই খুলনা পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছিল অচিরেই যেন অপরাধী গ্রেপ্তার হয়ে বিচারে সোপর্দ হয়।

সকল আদেশ, নির্দেশ ও চিকিৎসকদের আন্দোলনের ভাষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুলিশ প্রশাসন অপরাধী এএসআই নাইমকে অবশেষে নিরপরাধ ঘোষণা করল। এ কোন দেশ? চিকিৎসকরা কি বিচারহীনতা পরিবেশে ঝুঁকিপূর্ণ পেশায় মাইর খেতেই থাকবে? কোথাও কোন প্রতিকার হবে না?

চিকিৎসকদের সংগঠন বিএমএ পেশাজীবী সংগঠন। রাষ্ট্রের এই বিচারহীনতার অনড় অবস্থান ভাঙ্গতে হলে স্ব-উদ্যোগে, স্ব-প্রণোদিত হয়ে কেন্দ্র সহ বিএমএ-র সকল শাখাকে এগিয়ে আসা প্রয়োজন। নিজ অধিকার, মর্যাদা, নিরাপত্তা ফেলে রেখে চিকিৎসকরা বিভিন্ন জায়গায় নিজেদের বন্ধক দিয়ে রেখেছে, কেবল বন্ধক দেয়নি নিজ অনুভূতি ও চেতনার কাছে। তবুও যদি এ অপমানে, লজ্জায় সে সকল বন্ধন ছিন্ন করে আত্মপরিচয়ের ঐক্য নিয়ে জেগে ওঠে তাহলে হয়ত রাষ্ট্র তথা সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। সেই অপেক্ষায় থাকা... 

আরও পড়ুন