Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


‘অজানা’ রোগে আমেরিকার প্রমোদতরীর ৩ শতাধিক যাত্রী অসুস্থ

Main Image

‘অজানা’ রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন আমেরিকার বিলাসবহুল প্রমোদতরী ‘রুবি প্রিন্সেস’ এর তিন শতাধিক যাত্রী


‘অজানা’ রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন আমেরিকার বিলাসবহুল প্রমোদতরী ‘রুবি প্রিন্সেস’ এর তিন শতাধিক যাত্রী। দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র : দ্য মেট্রো নিউজ। 

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রমোদতরীটি আমেরিকার টেক্সাস থেকে মেক্সিকো যাওয়ার পথে এসব যাত্রী অজানা কারণে অসুস্থ হয়ে পড়েন। তরীতে অবস্থানরত ২,৮৮১ জন যাত্রীর মধ্যে ২৮৪ জন অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও ১,১৫৯ জন ক্রু সদস্যের মধ্যে অসুস্থ হন ৩৪ জন।  

সিডিসি জানায়, যাত্রীদের মধ্যে বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয়। কিন্তু তারা কেনই বা হঠাৎ করে বমিসহ ডায়রিয়ায় আক্রান্ত হলেন তা জানা যায়নি। গত ৫ মার্চে টেক্সাসে জাহাজটি ফিরে এলে সিডিসির মহামারী বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিদর্শনে যান। অসুস্থদের মলের নমুনা সংগ্রহ করেন তারা। এর আগেও খবরের শিরোনামে এসেছিল ‘রুবি প্রিন্সেস’। ২০২০ সালে এ প্রমোদতরীর শতাধিক যাত্রী কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

আরও পড়ুন