Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


রোগী দেখার ক্ষেত্রে ক্লিনিক্যাল জাজমেন্টেকেও গুরুত্ব দিতে হবে : অধ্যাপক ডা. আবদুল্লাহ

Main Image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)’র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে মার্চ ২০২৩ সেশনে ভর্তিকৃত রেসিডেন্সি প্রোগ্রামের শিক্ষার্থীদের ইনডাকশন প্রোগ্রামে বক্তব্য রাখছেন ইমেরেটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ


রোগী দেখার ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ক্লিনিক্যাল জাজমেন্টেকেও গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছেন ইমেরেটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। রোববার (৫ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)’র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে মার্চ ২০২৩ সেশনে ভর্তিকৃত রেসিডেন্সি প্রোগ্রামের শিক্ষার্থীদের ইনডাকশন প্রোগ্রামে তিনি এ পরামর্শ দেন।  

ইনডাকশন বক্তা হিসেবে অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে প্রযুক্তিকে অবশ্যই ব্যবহার করতে হবে, তবে আমরা যেনো সম্পূর্ণরূপে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে না যাই। রোগী দেখার ক্ষেত্রে ক্লিনিক্যাল জাজমেন্টেকেও গুরুত্ব দিতে হবে।

আগামীদিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষ যাতে সাশ্রয়ীমূল্যে হয়রানিমুক্তভাবে সর্বাধুনিক নিরাপদ স্বাস্থ্যসেবা পান তা নিশ্চিত করতে হবে। তাছাড়া জীবনে লোভকে অবশ্যই সংবরণ করতে হবে। আরো বেশি করে সততার সাথে জীবনযাপনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ নবাগত রেসিডেন্টদের উদ্দেশ্যে বলেন, জীবনে সততা, নৈতিকতাকে ধারণ করে ডিসিপ্লিন মেনে চলতে হবে, তবেই সফলতা আসবে। তিনি তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জনসমূহ তুলে ধরেন এবং নবাগত রেসিডেন্ট চিকিৎসকদের সুদক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষদের বিদেশী ছাত্রছাত্রীসহ মেডিকেল শিক্ষার্থী, ডীন, কোর্স ডাইরেক্টর, (বিএসএমএমইউ)’র অধিভুক্ত কলেজের প্রধান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক ইনডাকশন প্রোগ্রামে অংশ নেন। শিক্ষার্থীদের মধ্যে বিদেশী শিক্ষার্থীসহ সার্জারি অনুষদ, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদ, মেডিসিন অনুষদ, ডেন্টাল অনুষদ এবং শিশু অনুষদের ১২৮৫ জন শিক্ষার্থী আবেশিত হন। শিক্ষার্থীরা সকলেই এমবিবিএস ডিগ্রী অর্জনকারী চিকিৎসক। নবাগত রেসিডেন্টদের শপথ বাক্য পাঠ করান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। নিজ নিজ অনুষদের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. শিরিন তরফদার, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মাসুদা বেগম, শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. রণজিত রঞ্জন রায়, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার তাপাদার। এছাড়াও অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও নবাগত রেসিডেন্ট বক্তব্য রাখেন।

আরও পড়ুন