Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ভারতে জ্বর-সর্দিতে এন্টিবায়োটিক এড়ানোর পরামর্শ

Main Image

মৌসুমী জ্বর তিন দিনের মাথায় চলে যায়। কিন্তু সর্দি-কাশি তিন সপ্তাহ পর্যন্ত থাকতে পারে


ভারতজুড়ে চিকিৎসকদের মৌসুমি জ্বর, সর্দি, কাশি বা ঠান্ডাজনিত অসুস্থ রোগীদের ব্যবস্থাপত্রে এন্টিবায়োটিক না লেখার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) তাদের সব সামাজিক যোগাযোগমমাধ্যম প্ল্যাটফর্মে এমন পরামর্শ সংবলিত একটি নোটিস প্রকাশ করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গত কয়েকদিনে ভারতে মৌসুমি জ্বর ও ঠান্ডাজনিত সর্দি-কাশি ও ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের রোগীর সংখ্যা বেড়েছে। আইএমএর অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কমিটির নোটিসে বলা হয়েছে, মৌসুমী জ্বর পাঁচ থেকে সাত দিন থাকবে। তিন দিনের মাথায় জ্বর চলে যায়। কিন্তু সর্দি-কাশি তিন সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। আইএমএর ওই কমিটিতে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন।

পঞ্চাশোর্ধ্ব ও ১৫ বছরের কম বয়সীদের জ্বর এবং একই সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিচ্ছে ভারতে। চিকিৎসকদের বলা হয়েছে, এন্টিবায়োটিক এড়িয়ে, শুধু উপসর্গভিত্তিক চিকিৎসা দিতে।

আরও পড়ুন