Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫


কুমারখালীতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

Main Image

দিনভর অর্ধশতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষা ছাড়াও সাধারণ রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া হয়


কুষ্টিয়ার কুমারখালীতে ড. নাসের ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও মেডিকেল ক্যাম্প হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ‘জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ইব্রাহিম হেলথ লাইনের সহযোগিতায় বুধবার (১ মার্চ) এ মেডিকেল ক্যাম্প হয়।

কুমারখালী বাসস্ট্যান্ডের পশ্চিমে সেলিমা-নওশের মেডিকেল সেন্টারে সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যের চিকিৎসা কেন্দ্রে দিনভর অর্ধশতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষা ছাড়াও সাধারণ রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া হয়।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ইব্রাহিম হেলথ লাইন প্রকল্পের বিশেষজ্ঞ চিকিৎসক আহসান হাবীব রোগী দেখেন ও ব্যবস্থাপত্র দেন। তাকে সহায়তা করেন সেলিমা-নওশের মেডিকেল সেন্টারের চিকিৎসা কর্মকর্তা পূর্ণিমা বিশ্বাস।

সকাল ৮টায় এ মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড. নাসের ফাউন্ডেশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যাপক নওসের আলী। এ সময় ফাউন্ডেশনের পরিচালক অবসরপ্রাপ্ত শিক্ষক সেলিমা খাতুন উপস্থিত ছিলেন। এ মেডিকেল ক্যাম্প আয়োজনে সহায়তা করেন খোকসা রুরাল ডায়াবেটিক অ্যান্ড রিসার্স সেন্টারের অন্যতম পৃষ্ঠপোষক আহসানুল হক নবাব।

ফাউন্ডেশনের সমন্বয়ক আব্দুল্লাহ আল নোমান জানান, ড. নাসের ফাউন্ডেশন স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে সেলিমা-নওশের মেডিকেল সেন্টার চালু করেছে। এখানে নিয়মিত সুবিধাবঞ্চিতরা ডায়াবেটিস পরীক্ষাসহ অন্যান্য বিভিন্ন রোগের চিকিৎসাসেবা নিতে পারবেন।

আরও পড়ুন