সোনাডাঙা থানা, খুলনা
এবার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক নিশাত আব্দুল্লাহ ও হক নার্সিং হোমের ডা. নুরুল হক ফকিরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন এক পুলিশ কর্মকর্তার স্ত্রী। বুধবার (১ মার্চ) সোনাডাঙ্গা থানায় এ মামলাটি করা হয়। সূত্র : বাংলা ট্রিবিউন।
এরআগে, মারধরের অভিযোগে মঙ্গলবার ওই এএসআইর নামে মামলা করেছেন ডা. নিশাত আব্দুল্লাহ।
সোনাডাঙা থানার ওসি মমতাজুল হক বলেন, ডা. নিশাত আব্দুল্লাহ বাদী হয়ে পুলিশের এএসআই-এর নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের নামে বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে মামলা করেছেন।
আর এএসআই-এর স্ত্রী বাদী হয়ে ডা. নিশাত আব্দুল্লাহসহ দুই চিকিৎসকের নামে যৌন হয়রানির অভিযোগ ও মেয়ের ক্ষতিপূরণ দাবি মামলা দিয়েছেন। থানায় দুটি অভিযোগই নথিভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন