বুধবার (১ মার্চ) সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশে চিকিৎসক নেতারা
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নিশাত আবদুল্লাহ’র ওপর হামলাকারী আসামিরা গ্রেপ্তার হলেই কর্মসূচি প্রত্যাহার করবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার (১ মার্চ) সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশে চিকিৎসক নেতারা এ কথা বলেন।
এ সময় খুলনা বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, ডা. নিশাত আব্দুল্লাহ’র ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। আসামি গ্রেপ্তার হলেই কর্মসূচি প্রত্যাহার করবেন তারা।
তিনি আরও বলেন, গত ২৫ ফেব্রুয়ারি নগরীর শেখপাড়া এলাকার হক নার্সিং হোমের অপারেশন থিয়েটারে ঢুকে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাঈম (সাতক্ষীরা সদরে কর্মরত) ও তার সঙ্গীরা ডা. শেখ নিশাত আবদুল্লাহকে মারধর করেন। এছাড়াও অপারেশন থিয়েটারে ভাঙচুর চালায় তারা। এক মাস আগে অপারেশন করা রোগীর জটিলতার কথা বলে তারা এই হামলা চালায়। ডা. নিশাত বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত মঙ্গলবার সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন